Saraswati pujamantra/ Saraswati pushpanjali mantra

        বসন্ত পঞ্চমী তিথিতে মায়ের আরাধনা শুরু...           মায়ের পূজা তিথি অনুযায়ী দুদিন... ‌‌‌
           
            ঋতু পরিবর্তনের চক্রাকার আবর্তনে
            প্রতীক্ষায় থাকা দিনটির অন্বেষণে।
               ব‍্যাস্ততার শেষ মুহূর্তে.....
               আম্রমুকুলের সুবাসে
                ধরা দিয়ে যায় দিনটি...
বসন্তের কোকিলের কুহু সুরে ভেসে আসে দিন,
                   মায়ের আরাধনা...
অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাগশক্তির দেবী বাগদেবী।পূরাণ অনুযায়ী দেবী সরস্বতীর উত্থান বম্ভ্রার মুখে থেকে। দেবীর সকল সৌন্দর্যের দীপ্তির উৎস বম্ভ্রা। দেবীর শ্বেত বসনা পবিত্রতার নিদর্শন।স্বরসতী পূজার একটি অন্যতম পলাশ ফুল ‌।


      মা সরস্বতীর পুস্পাঞ্জলী মন্ত্র (৩ বার পাঠ সহ)

                 ও৺ জয় জয় দেবী চরাচর সারে
                     কুচ যুগ শোভিত মুক্তহারে।।
            
           বীনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী                                    দেবী নমহস্ততে।।
           নম ভদ্রাকালৈ নমো নিত‍্যং সরস্বতৈ নমোঃ।
          বেদ বেদাম‍্য বেদান্ত বিদ‍্যাস্থানেভ‍্য এবচ।।
          এস স চন্দন পুস্পবিল্ব পত্রাঞ্জলী সরস্বতৈ       
                                  নমোঃ।।

গতিময় জ্ঞানের জন্য ঋকবেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়। তিনি বিদ‍্যা বুদ্ধি জ্ঞান সৌন্দর্যের দেবী। এই কারণে শিক্ষার্থীরা তাদের সবকিছু দেবীর পায়ে উৎসর্গ করেন আশির্বাদ পাওয়ার জন্য। যাত্রা শুরু হয় অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে ।

সরস্বতী পূজার সময় ও তিথি:
https://way2saraswatipuja.blogspot.com/2020/01/saraswati-puja-2020.html

Comments

Popular posts from this blog

Why do we celebrate Valentine's day ?

Saraswati puja with bristi