কবিতা: যেখানে অধিকার হারিয়ে যায়
যেখানে অধিকার হারিয়ে যায়
জীবনের ছন্দ কখনো অমিল হয়ে যায় ভাষা গুলির ছন্দহীন বন্ধনে,
জীবনের সুর কখনো অমিল হয়ে যায় সুরেলা ছন্দহীন স্পন্দনে।
ভাষা,ছন্দ,সুর,তাল এগুলি সব আজ পথভোলা পথিক,
সীমাহীন বাঁধনহীন গতি জীবনের মালিক।
কেবলই ধমনীতে স্পন্দিত হয়;
হৃদয়ের কম্পনের অনুভূতি।
নিঃশব্দ বেগে প্রবাহিত হয় অনুভূতির ধারা,
সাহিত্যের ভাষা হঠাৎ অমিল রূপে বাঁধনহারা।
উষ্ণ সিন্গ্ধভাষার স্পর্শে ধাবিত ওষ্টাগত প্রাণ
ব্যাকুলতায় আজ রক্তের জমাট বাঁধন.....
- আদি
জীবনের ছন্দ কখনো অমিল হয়ে যায় ভাষা গুলির ছন্দহীন বন্ধনে,
জীবনের সুর কখনো অমিল হয়ে যায় সুরেলা ছন্দহীন স্পন্দনে।
ভাষা,ছন্দ,সুর,তাল এগুলি সব আজ পথভোলা পথিক,
সীমাহীন বাঁধনহীন গতি জীবনের মালিক।
কেবলই ধমনীতে স্পন্দিত হয়;
হৃদয়ের কম্পনের অনুভূতি।
নিঃশব্দ বেগে প্রবাহিত হয় অনুভূতির ধারা,
সাহিত্যের ভাষা হঠাৎ অমিল রূপে বাঁধনহারা।
উষ্ণ সিন্গ্ধভাষার স্পর্শে ধাবিত ওষ্টাগত প্রাণ
ব্যাকুলতায় আজ রক্তের জমাট বাঁধন.....
- আদি
Valo
ReplyDelete