Hey! Good
হে ঈশ্বর
হে ঈশ্বর,
তুমি আমাকে কেন কাঁদাও?
কেন ভাসাও?
নদীর বুকে.....
আমিতো সাঁতার জানি না।
কী করিব?
কোথায় যাবো?
হে ঈশ্বর, আমায় বলে দাও।
কখনো তোমায় করে থাকি যদি উপহাস
মাপ করে দিও আমারে
দুঃখ মোরে কেন দাও?
আমি যা পাই তা আর চাই না।
তীব্র সুখ ধরার জন্য দৌড়েছি
সুখ পাইনি; যা পেলাম ব্যার্থতা।
হে ঈশ্বর, তুমি আমাকে কেন কাঁদাও?
এই দুরন্ত স্রোতে!
আমার জীবন চলা দায়;
জীবন যদি এই পথে বয়।
নতুনত্বের আশায় তোমার প্রতি বিশ্বাস রাখি।
হে ঈশ্বর, তুমি কঠিন
তুমি পাষান,
তুমি রূদ্র,
তুমি তড়িৎ এর ন্যায়।
তুমি কল্যান করো মোরে।
তবু মনভরে ছিলো আশায়
হৃদয়ের কম্পনের ভালোবাসায়
ছুটেছি যশ অর্থের পিছনে; সেও গেছে দূরে
ঘন রজনীর অন্ধকারে.. ।
আমি এখন বড়ো ক্লান্ত,রুগ্ন
আমি আর ছুটিতে চাই না!
যা পাই তা আর চাই না।
হে ঈশ্বর,
তুমি আমাকে কেন কাঁদাও?
কেন ভাসাও?
নদীর বুকে.....
আমিতো সাঁতার জানি না।
কী করিব?
কোথায় যাবো?
হে ঈশ্বর, আমায় বলে দাও।
কখনো তোমায় করে থাকি যদি উপহাস
মাপ করে দিও আমারে
দুঃখ মোরে কেন দাও?
আমি যা পাই তা আর চাই না।
তীব্র সুখ ধরার জন্য দৌড়েছি
সুখ পাইনি; যা পেলাম ব্যার্থতা।
হে ঈশ্বর, তুমি আমাকে কেন কাঁদাও?
এই দুরন্ত স্রোতে!
আমার জীবন চলা দায়;
জীবন যদি এই পথে বয়।
নতুনত্বের আশায় তোমার প্রতি বিশ্বাস রাখি।
হে ঈশ্বর, তুমি কঠিন
তুমি পাষান,
তুমি রূদ্র,
তুমি তড়িৎ এর ন্যায়।
তুমি কল্যান করো মোরে।
তবু মনভরে ছিলো আশায়
হৃদয়ের কম্পনের ভালোবাসায়
ছুটেছি যশ অর্থের পিছনে; সেও গেছে দূরে
ঘন রজনীর অন্ধকারে.. ।
আমি এখন বড়ো ক্লান্ত,রুগ্ন
আমি আর ছুটিতে চাই না!
যা পাই তা আর চাই না।
Comments
Post a Comment