Saraswati puja with bristi
সরস্বতী পূজায় বৃষ্টি ভেজা দিন
ভোর হতে দেখি চেয়ে আকাশ পানে
মেঘ জমেছে দিগন্ত জুড়ে তারি শনে।
মন খারাপের ঘড়িটি ....
চলছে সময় সাথে নিয়ে,
নিঃশব্দ অনুভূতির যাত্রা মেঘ জমিয়ে সময়ে।
গগনপানে নেই রবির কিরণ
ভোর হয়েছে সে কখন-
বোঝেনি কেউ এখন,
ব্যাথিত ভরা ক্লান্ত মন;
নতশিরে রয়েছে আজ পুস্প কানন।
মেঘ মালা বয়ে যায় দিগন্ত হতে দিগন্তে,
দপ্তরের নির্দেশ বৃষ্টির সংকেত।
হঠাৎ ছড়িল বারিষন,
একি সেই 'চার মেঘ'; 'অষ্টগজরাজ'!
দূরত্ব বাড়িয়ে মন ভারাক্রান্ত,
বৃষ্টিতে ভাসল ভূবন আজ।
যা কিছু ছিল সময়সূচি প্লান,
পৃষ্টপ্রবাহ করিল বারিষন।
আট থেকে আশি; পরিস্থিতিতে আজ অখুশি;
দপ্তরের সংকেত এখন বৃষ্টি হবে আজ,
এ যে ঘনীভূত নিম্নচাপ।
দিগন্ত জুড়ে মিলবে রবির কিরণ
মাতবে ভূবন;
আনন্দ উল্লাসে ভরে উঠুক এ জীবন।
বাগদেবীর চলনে র'ইল এ প্রার্থনা।
হয়তো এই বারিষন কিছুইনা
উপেক্ষায় যাব এড়িয়ে;
মায়ের পূজায় ব্যাস্ত জীবন,
জ্ঞান, বুদ্ধি,বিদ্যার দেবীর আরাধনায় ব্যাস্ত এ ভুবন।
-আদি
ভোর হতে দেখি চেয়ে আকাশ পানে
মেঘ জমেছে দিগন্ত জুড়ে তারি শনে।
মন খারাপের ঘড়িটি ....
চলছে সময় সাথে নিয়ে,
নিঃশব্দ অনুভূতির যাত্রা মেঘ জমিয়ে সময়ে।
গগনপানে নেই রবির কিরণ
ভোর হয়েছে সে কখন-
বোঝেনি কেউ এখন,
ব্যাথিত ভরা ক্লান্ত মন;
নতশিরে রয়েছে আজ পুস্প কানন।
মেঘ মালা বয়ে যায় দিগন্ত হতে দিগন্তে,
দপ্তরের নির্দেশ বৃষ্টির সংকেত।
হঠাৎ ছড়িল বারিষন,
একি সেই 'চার মেঘ'; 'অষ্টগজরাজ'!
দূরত্ব বাড়িয়ে মন ভারাক্রান্ত,
বৃষ্টিতে ভাসল ভূবন আজ।
যা কিছু ছিল সময়সূচি প্লান,
পৃষ্টপ্রবাহ করিল বারিষন।
আট থেকে আশি; পরিস্থিতিতে আজ অখুশি;
দপ্তরের সংকেত এখন বৃষ্টি হবে আজ,
এ যে ঘনীভূত নিম্নচাপ।
দিগন্ত জুড়ে মিলবে রবির কিরণ
মাতবে ভূবন;
আনন্দ উল্লাসে ভরে উঠুক এ জীবন।
বাগদেবীর চলনে র'ইল এ প্রার্থনা।
হয়তো এই বারিষন কিছুইনা
উপেক্ষায় যাব এড়িয়ে;
মায়ের পূজায় ব্যাস্ত জীবন,
জ্ঞান, বুদ্ধি,বিদ্যার দেবীর আরাধনায় ব্যাস্ত এ ভুবন।
-আদি
https://www.eastrohelp.com/blog/mantra-pushpanjali-hindi/
ReplyDeleteHey friend, it is very well written article, thank you for the valuable and useful information you provide in this post. Keep up the good work! FYI,
DeleteCredit Crad Processings, Good Vibes Good Life Book Pdf Download Free, my family essay in english 10 line , Pet Care
Tutorguideinindia introduced you to the CLAT Coaching Institutes . The faculty at all institutes is well-trained and delivers real results. If you are looking to join clat coaching classes then you must visit tutorguideinindia portable to enroll your name for demo classes.
ReplyDelete