Atmosphere and you
বায়ুমণ্ডল আর তোমরা
ভূপৃষ্ঠের দূষণ ট্রপোস্ফিয়ারে সীমাবদ্ধ,
দূষিত মন হৃদয়ে আবদ্ধ।
কলঙ্কিত হয় এ ভূবন,
নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হয় মানবগন।
ওজন বৃদ্ধি স্ট্রাটোস্ফিয়ারে সীমাবদ্ধ,
আর স্বৈরাচারীতা উদরে আবদ্ধ
সীমাহীন রশ্মির তেজ,
নিঃশোষিত মানবের আবেগ।
মেসোস্ফিয়ারে শীতলতার চরম হ্রাস,
শীততাপ নিয়ন্ত্রিত তার আতুর ঘর......
দূরত্ব বেশি মানুষের প্রবেশ নিষেধ,
মিলের অভাব আছে শুধু সংকেতের অভেদ।
ইলেকট্রন প্রোটন সংঘাত আয়নোস্ফিয়ার,
উজ্জ্বল প্রভায় ভরে ভুবন তোমার।
মোদের চিন্তা কল্পনার মূল্য বেকার;
বেতার তরঙ্গ প্রতিফলিতের প্রভাব,
মূল্য বেশি গৃহস্থে রেডিওর অভাব।
উষ্ণতার চরম বৃদ্ধি এক্সোস্ফিয়ার ...
হাইড্রোজেন হিলিয়াম প্রাধান্য,
আমরা তো মানব খুবই সামান্য ।
পৃথিবীর যা কিছু সবিই তোমার ;
সংখ্যার সাথে শূন্যটাই পছন্দ,
সবিই ধোঁয়াশা; সংখ্যার আগে শূন্যতে আবদ্ধ।
ম্যাগনেটোস্ফিয়ারে বিকিরণ বলয়
কিছুই না- ভাবনাতে হব শেষ!
ওটাই তোমার জগৎ।
বৃথা চেষ্টা বৃথা চিন্তা ;
এটা আমার আলয়,
শিখার ধোঁয়ায় মিশ্রিত হবে সব হৃদয়।
মহাশূন্যে বিলিন হব একদিন....
- আদি
ভূপৃষ্ঠের দূষণ ট্রপোস্ফিয়ারে সীমাবদ্ধ,
দূষিত মন হৃদয়ে আবদ্ধ।
কলঙ্কিত হয় এ ভূবন,
নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হয় মানবগন।
ওজন বৃদ্ধি স্ট্রাটোস্ফিয়ারে সীমাবদ্ধ,
আর স্বৈরাচারীতা উদরে আবদ্ধ
সীমাহীন রশ্মির তেজ,
নিঃশোষিত মানবের আবেগ।
মেসোস্ফিয়ারে শীতলতার চরম হ্রাস,
শীততাপ নিয়ন্ত্রিত তার আতুর ঘর......
দূরত্ব বেশি মানুষের প্রবেশ নিষেধ,
মিলের অভাব আছে শুধু সংকেতের অভেদ।
ইলেকট্রন প্রোটন সংঘাত আয়নোস্ফিয়ার,
উজ্জ্বল প্রভায় ভরে ভুবন তোমার।
মোদের চিন্তা কল্পনার মূল্য বেকার;
বেতার তরঙ্গ প্রতিফলিতের প্রভাব,
মূল্য বেশি গৃহস্থে রেডিওর অভাব।
উষ্ণতার চরম বৃদ্ধি এক্সোস্ফিয়ার ...
হাইড্রোজেন হিলিয়াম প্রাধান্য,
আমরা তো মানব খুবই সামান্য ।
পৃথিবীর যা কিছু সবিই তোমার ;
সংখ্যার সাথে শূন্যটাই পছন্দ,
সবিই ধোঁয়াশা; সংখ্যার আগে শূন্যতে আবদ্ধ।
ম্যাগনেটোস্ফিয়ারে বিকিরণ বলয়
কিছুই না- ভাবনাতে হব শেষ!
ওটাই তোমার জগৎ।
বৃথা চেষ্টা বৃথা চিন্তা ;
এটা আমার আলয়,
শিখার ধোঁয়ায় মিশ্রিত হবে সব হৃদয়।
মহাশূন্যে বিলিন হব একদিন....
- আদি
Khub valo
ReplyDelete