বন্ধু _ Friend

                           বন্ধু
                             - আদি  



   বন্ধু তোর জন্য বসে রইলাম চিরকাল ,
         তোর কথা ভেবে.. ‌
বসে আছি চিরকাল এক'ই দুয়ারে।
আসি বলে গিয়েছিস চলে,
আর এলিনা তুই ;
তোর জন্য কত জিনিস রেখেছি তুলে ,
 তুই কি নিবিনা!

তোর আশায় বসে বসে 
আমি নিরাশায় ক্লান্ত;
তুই ছিলি মোর কত ভালো,
তুই ছিলি মোর দিশার আলো।
আপদে বিপদে ছিলি মোর কাছে,
আর এখন তুই কোথায় ?
বিপদ আমার অগ্রসর 
কেন দুঃখ দিস ?
কেন মারছিস ?
কোন দিগন্ত এখন তুই ?
একবার মোর দুয়ারে ফিরে আয় ।

আমার উপর তোর অভিমানের বাঁসা
যদিও বা তা হয় ;
আর কোনো অভিমান করিস না
তোর অভিমান গঙ্গায় ফেলে দে ,
স্নান করে চলে আয়,
মোর কাছে।
                 
                                             

Comments

Popular posts from this blog

Saraswati pujamantra/ Saraswati pushpanjali mantra

Saraswati puja with bristi