Atmosphere and you
বায়ুমণ্ডল আর তোমরা ভূপৃষ্ঠের দূষণ ট্রপোস্ফিয়ারে সীমাবদ্ধ, দূষিত মন হৃদয়ে আবদ্ধ। কলঙ্কিত হয় এ ভূবন, নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হয় মানবগন। ওজন বৃদ্ধি স্ট্রাটোস্ফিয়ারে সীমাবদ্ধ, আর স্বৈরাচারীতা উদরে আবদ্ধ সীমাহীন রশ্মির তেজ, নিঃশোষিত মানবের আবেগ। মেসোস্ফিয়ারে শীতলতার চরম হ্রাস, শীততাপ নিয়ন্ত্রিত তার আতুর ঘর...... দূরত্ব বেশি মানুষের প্রবেশ নিষেধ, মিলের অভাব আছে শুধু সংকেতের অভ...