বন্ধু _ Friend
বন্ধু - আদি বন্ধু তোর জন্য বসে রইলাম চিরকাল , তোর কথা ভেবে.. বসে আছি চিরকাল এক'ই দুয়ারে। আসি বলে গিয়েছিস চলে, আর এলিনা তুই ; তোর জন্য কত জিনিস রেখেছি তুলে , তুই কি নিবিনা! তোর আশায় বসে বসে আমি নিরাশায় ক্লান্ত; তুই ছিলি মোর কত ভালো, তুই ছিলি মোর দিশার আলো। আপদে বিপদে ছিলি মোর কাছে, আর এখন তুই কোথায় ? বিপদ আমার অগ্রসর কেন দুঃখ দিস ? কেন মারছিস ? কোন দিগন্ত এখন তুই ? একবার মোর দুয়ারে ফিরে আয় । আমার উপর তোর অভিমানের বাঁসা যদিও বা তা হয় ; আর কোনো অভিমান করিস না তোর অভিমান গঙ্গায় ফেলে দে , স্নান করে চলে আয়, মোর কাছে। ...