Posts

Showing posts from February, 2020

বন্ধু _ Friend

Image
                            বন্ধু                                -   আদি      বন্ধু তোর জন্য বসে রইলাম চিরকাল ,          তোর কথা ভেবে.. ‌ বসে আছি চিরকাল এক'ই দুয়ারে। আসি বলে গিয়েছিস চলে, আর এলিনা তুই ; তোর জন্য কত জিনিস রেখেছি তুলে ,  তুই কি নিবিনা! তোর আশায় বসে বসে  আমি নিরাশায় ক্লান্ত; তুই ছিলি মোর কত ভালো, তুই ছিলি মোর দিশার আলো। আপদে বিপদে ছিলি মোর কাছে, আর এখন তুই কোথায় ? বিপদ আমার অগ্রসর  কেন দুঃখ দিস ? কেন মারছিস ? কোন দিগন্ত এখন তুই ? একবার মোর দুয়ারে ফিরে আয় । আমার উপর তোর অভিমানের বাঁসা যদিও বা তা হয় ; আর কোনো অভিমান করিস না তোর অভিমান গঙ্গায় ফেলে দে , স্নান করে চলে আয়, মোর কাছে।                                           ...

Why do we celebrate Valentine's day ?

Image
   ভ‍্যালেন্টাইন   ডে   কেন   পালন   করা   হয়   ? তৃতীয় শতাব্দীতে খ্রীষ্টান ধর্ম যাজক ও চিকিৎসক সেন্ট ভ‍্যালেন্টাইন ইতালির রোম নগরীতে ধর্ম প্রচার করতেন। আর সেই সময় রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ধর্ম প্রচারে বাধা দেন এবং ধর্ম প্রচারে অভিযোগ আনেন। দ্বিতীয়ত, সম্রাট সৈনিকদের বিবাহের নিষেধাজ্ঞা আরোপ করেন কারণ তিনি মনে করেন অবিবাহিত পুরুষরা অধিকতর শক্তিশালী ও পারদর্শী হন এবং উন্নত মানের যোদ্ধা হন। কিন্তু ভ‍্যালেন্টাইন গোপনে সৈনিকদের মধ্যে বিয়ে দেওয়ার প্রথা শুরু করেন। এই দুই অভিযোগ সম্রাট ক্লডিয়াস, ভ‍্যালেন্টাইনকে কারাবাসে পাঠানোর নির্দেশ দেন। এরপর ধর্ম যাজক ভ‍্যালেন্টাইন অলৌকিক চিকিৎসা পদ্ধতিতে একজন কারারক্ষীর অন্ধ মেয়েকে দৃষ্টিদান করেন। অনুপ্রাণিত হয়ে ঐ পরিবারের ৪৬ জন সদস্য খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হন। এই জনপ্রিয়তা ও ধর্ম প্রচারের কারনে দ্বিতীয় ক্লডিয়াস আদেশে ভ‍্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে ঐ কারারক্ষীর সুন্দরী তরুণী কন‍্যার সাথে ভ‍্যালেন্টাইনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। কারাঅভ্যন্তরে তারা দেখা করতেন। ...